চট্টগ্রাম: সাপ্তাহিক মজুরি পেতে দেরী হওয়ায় ফের সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা।
বুধবার বেলা ২টা থেকে দুই ঘণ্টা নগরীর আতুরার ডিপোর কাছে মিলগেইট সংলগ্ন সড়ক ও চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন অবরোধ করে তারা।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমিন জুট মিল কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের আগের সপ্তাহের মজুরির চেক দেয়। সেসব চেক ব্যাংকে জমা দিলেও টাকা জমা হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। একারণে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেন ও নাজিরহাটগামী একটি ডেমু ট্রেন আটকা পড়ে। পরে পুলিশের মধ্যস্ততায় সংশ্লিষ্টরা মজুরি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এর আগে গত ২১ আগস্ট একই দাবি নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আমিন জুট মিলের শ্রমিকরা।