মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আনসারুল্লাহ’র তিন সদস্য রিমান্ডে

| প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০১৬ | ৭:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন।

তিন যুবক হলেন- ফরহাদ আহম্মেদ ওরফে রিপন (২৭), মোঃ ইমরান (২৬) ও আহম্মদ হোসেন ওরফে রুবেল (২১)। এদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ¯œাতকোত্তর শেষ করে কর্ণফুলী ইপিজেড এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ইমরান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন এবং রুবেল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের সরকারি আইনজীবি নোমান চৌধুরী বলেন, ১৮ আগস্ট চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকে পতেঙ্গা থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন নগর গোয়েন্দা পুলিশের এসআই আফতাব হোসেন। শুনানি শেষে তাদেরকে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। এ সময় তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।