মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ক্ষতিগ্রস্থ ট্যাংকের পাশে এখনো ঝাঁঝালো গন্ধ

| প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০১৬ | ৮:০৩ অপরাহ্ন

Captureচট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারার ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি-১) কারখানার গ্যাস ভর্তি বিস্ফোরিত ট্যাংকটির পাশে এখনো ঝাঁঝালো গন্ধ থেকে গেছে। কিছুক্ষণ পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে গ্যাসের উপস্থিতি রোধ করার চেষ্টা চলাচ্ছেন। বৃহস্পতিবারও পানি ছিটানো হয়েছে।

এদিকে ছড়িয়ে পড়া গ্যাসের সাথে পানি যোগ হয়ে সৃষ্ট অ্যামোনিয়া হাইড্রোক্সাইড নামের ক্ষার পানিতে মিশে স্থানীয় গোবাদিয়া খালে পড়ছে। এই খালটি যুক্ত হয়েছে কর্ণফুলী নদীর সাথে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড জলাশয়ে পড়ায় সেখানে অক্সিজেন শুন্য হয়ে মাছ মারা গেছে।

অন্যদিকে দুর্ঘটনার পর প্রায় ৫০ ফুট দূরে উড়ে পড়া এই ট্যাংকটি মেরামত করে সচল করার সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা। এদিকে দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় গাছপালা ও জলাশয়ে ক্ষতিকর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ওই এলাকার গাছের পাতা হলদেটে ও কুঁকড়ে গেছে। আশপাশের জলাশয়ের মাছ মরে গেছে।

এদিকে বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, বিস্ফোরিত ট্যাংকটির পাশে ঝাঁঝাল গন্ধের উপস্থিতি। আশপাশের জলাশয়গুলোর মরা মাছ, ব্যাঙ ও সাপ যত্রতত্র ছড়িয়ে আছে। এগুলো পচতে শুরু করায় আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে।

ডাই অ্যামোনিয়াম ফসফেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অমল কান্তি বড়–য়া বলেন, দুর্ঘটনায় ট্যাংকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামত করে আর সচল করা যাবেনা। এমনটা হলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এটি পরিত্যক্ত করা হবে। গ্যাসযুক্ত পানি নদী-খালে যাতে না মিশে সেজন্য পদক্ষেপ নেয়া হয়েছে।