মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ঘর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০১৬ | ১০:০৫ অপরাহ্ন

police line murderচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বস্তির একটি ঘর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলশী থানার টাইগারপাস এলাকায় রেলওয়ে বস্তির একটি ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

দুইজন হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক কর্মচারি মৃত আব্দুল হালিমের ছেলে কামরুল ইসলাম (৩৬) এবং নূরুল আবসার লাকী (৩৮)। এদের মধ্যে কামরুল বিবাহিত। তার স্ত্রী ইপিজেড এলাকার একটি বাসায় থাকেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাঁশের বেড়ার টিনের চালের একটি ঘরে দুই ভাইয়ের মরদেহ পড়ে রয়েছে। একজনের মহদেহ আরেকজনের উপর ছিল। লাকীর মুখে ছিল ফেনা। এছাড়া লাকীর পিটে ৬ ইঞ্চি পরিমাপের জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘরের খাটের উপর গাঁজা, সিগারেট, লাইটারসহ বিভিন্ন নেশাদ্রব্য দেখা গেছে।

কামরুলের স্ত্রী পোশাককর্মী নাজমা আক্তার বলেন, কামরুল ও লাকী দুজনই গাঁজা সেবী ছিল। লাকী দিনমজুরি করলেও কামরুল কোন কাজ করতেন না। বন্দরটিলা এলাকায় বাসা ভাড়া নিয়ে এক ছেলেসহ থাকতাম। মাঝে মাঝে টাইগারপাসের বাসায় এসে বন্ধুদের সঙ্গে মিলে গাঁজা খেত কামরুল। তবে দুই ভাই একে অপরের কিংবা প্রতিবেশি কারও সঙ্গে বিরোধে লিপ্ত ছিল না। কিভাবে এ ঘটনা ঘটলো আমি বুঝতে পারছি না।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে।