মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

তামিম চৌধুরীকে রাত তিনটায় আত্মসমর্পণ করতে বলা হয়েছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৬ | ১২:৫০ অপরাহ্ন

asaduzzaman35ঢাকা : গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় হামলার পরিকল্পনাকারী বাংলাদেশের বংশ্দোভূত নাগরিক তামিম চৌধুরীকে রাত তিনটার দিকে আত্মসমর্পণ করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নারায়নগঞ্জে পুলিশে অভিযান তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হবার পর ঘটনাস্থলে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীকে ধরতে দেশজুড়ে গোয়েন্দা লাগিয়েছিল সরকার। তারই অংশ হিসেবে পুলিশের কাছে খবর আসে যে, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি ভবনে তামিমসহ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। এরপর শুক্রবার রাতে পুলিশ সেই ভবনের আশপাশে অবস্থান নিয়ে তামিম চৌধুরীকে আত্মসমর্পণ করতে অনুরোধ জানায়। কিন্তু আত্মসমর্পণ না করে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশকে লক্ষ করে বিস্ফোরণ ঘটায় তামিমসহ অন্য জঙ্গীরা। এসময় পুলিশ পাল্টা অ্যাকশন শুরু করলে একপর্যায়ে তামিমসহ তিন জঙ্গি নিহত হয়। নিহত অপর দুই জঙ্গির পরিচয় কিছুক্ষণের মধ্যে জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গি-উত্থান নিশ্চিহ্ন করতে সরকার বদ্ধপরিকর এবং এরমধ্যেই জঙ্গি নির্মূলে সরকার একটি ভালো অবস্থানে উপনীত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় স্থানীয় সংসদ সদস্য শামীম উসমান, পুলিশের আইজি একেএম শহীদুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।