রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

টেস্টে ৪ হাজারি ক্লাবে মুশফিক

| প্রকাশিতঃ ৩০ নভেম্বর ২০১৮ | ৪:৩৬ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মাঠে নামার আগে মাত্র ৮ রান দূরে ছিলেন এই উইকেটরক্ষক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ঢাকা টেস্টে মাইলফলককে সামনে রেখেই খেলতে নামেন মুশফিক। ৬৪তম ওভারে বিশুকে অফ ড্রাইভ করে এক রান নিয়ে চার হাজার রান পূর্ণ করেন মুশি।

মুশফিকের আগে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫৬ ম্যাচের ১০৮ ইনিংসে ৪০৪৯ রান তামিমের। ৬৫ ম্যাচের ১২২ ইনিংসে ৩৯৯২ রান ছিল মুশফিকের। এ ছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ৫৪ ম্যাচ ১০২ ইনিংসে ৩৭২৭ রান করেছেন।