সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবি সাংবাদিক সমিতির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

| প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০১৮ | ৬:৩৬ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির (চবিসাস) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল। দিনটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৬ ডিসেম্বার) সংগঠনটির পক্ষ থেকে নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করে পরে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। এরপর সমাজবিজ্ঞান অনুষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বর্তমানদের সাথে সাবেক নেতৃবৃন্দের সাংবাদিকতার অভিজ্ঞতা বিনিময়, আড্ডা, গানের আসর, পিঠা ও ফানুস উৎসব হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবিসাসের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এছাড়া মুখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. সহিদ উল্ল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চবিসাসের সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

এ বিষয়ে চবিসাসের সভাপতি সৈয়দ বাইজিদ ইমন বলেন, জমকালো আয়োজনে বৃহস্পতিবার চবিচাসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। আর এতে সমিতির প্রাক্তন সদস্যরা ও অংশ নিবেন। যারা ইতিমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের উপস্থিতি একটি প্রাণবন্ত উৎসবে পরিণত হবে।

একুশে/আইসি/এসসি