মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আড়াই লাখ টাকার জাল নোটসহ দম্পতি গ্রেফতার

| প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০১৬ | ৬:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে দুই লাখ ৬০ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এক নম্বর রোড়ের বসুন্ধরা টাওয়ারের ৫ম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন (৩২) ও তার স্ত্রী বিবি তাসলিমা আক্তার (২৬) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ২৬০টি ১ হাজার টাকার জাল নোট ও ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মারুফ হোসেন বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে জাল টাকা তৈরির অভিযোগে বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে। গত ৭-৮ বছর একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল নোট ব্যবসা করে আসছে তারা। গ্রেফতার জসিম চট্টগ্রাম অঞ্চলের জাল নোট ব্যবসার মূল হোতা। সে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে জাল নোট ব্যবসা করে আসছিল।