মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হরতালে স্বাভাবিক চট্টগ্রাম

| প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০১৬ | ৩:৩৫ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে কোথাও কোন প্রভাব পড়েনি। বুধবার চট্টগ্রাম নগরী ও জেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সকালে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসে বন্দরনগরীর সড়কগুলো। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রাম থেকে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের দোকান-পাট যথারীতি ব্যবসায়িক কাজকর্ম হয়েছে। খোলা ছিল নগরীর বিভিন্ন বিপনী বিতান ও মার্কেট।

এছাড়া নগরীর মাঝিরঘাট, বাংলাবাজার এলাকায় কর্ণফুলী নদীর ঘাট এবং বিভিন্ন গুদামে ট্রাকে পণ্য বোঝাই হয় পুরোদমে। চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য উঠানামার কাজও স্বাভাবিক ছিল। এদিকে হরতালের বিরুদ্ধে রাজপথে দিনভর সরব ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, হরতালে নগরীর কোথাও বিশৃঙ্খলা ঘটেনি। সবকিছু স্বাভাবিক।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানচলাচল স্বাভাবিক।