চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল মালেক জনি হত্যা মামলার আসামি মহিউদ্দিন মহীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পটিয়ার উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার শান্তিরহাট এলাকা থেকে মহিউদ্দিন মহীকে গ্রেফতার করা হয়। সে জনি হত্যা মামলার চার্জশিটভুক্ত ৩ নম্বর আসামি।
২০১৩ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের একপক্ষের হামলায় আহত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল মালেক জনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।