
চট্টগ্রাম : নৌকার প্রচারণা চালাতে চট্টগ্রাম আসছেন একঝাঁক অভিনয়শিল্পী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জিইসি মোড় থেকে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেবেন তারা।
ইতিমধ্যে অভিনয়শিল্পীদের বহরটি চট্টগ্রামের সীতাকুণ্ড পৌঁছেছেন। এর আগে বুধবার সকাল ১০টায় ঢাকা থেকে একটি বিলাসবহুল বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
দাউদকান্দি, ফেনী, মিরসরাইসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের বিভিন্ন স্পটে অভিনয়শিল্পীরা পথসভা করে নৌকার পক্ষে ভোট চান বলে জানা গেছে।।
তারকাশিল্পীদের বহরে আছেন রিয়াজ, ফেরদৌস, জ্যেতিকা জ্যোতি, শাকিল খান, রোকেয়া প্রাচী, অরুনা বিশ্বাস, মাহফুজ, মীর শাব্বির, তারিন, সুইটি, সায়মন সাদেক, ঈশিকা আজিজ, প্রণিল, আসিফ। এর মধ্যে রিয়াজ, ফেরদৌস আসছেন বিমানে। বাকিরা আসছেন সড়কপথে। বুধবার রাত ৯টা নাগাদ তারকাশিল্পীদের বহনকারি গাড়িটি চট্টগ্রাম পৌঁছার কথা রয়েছে।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি একুশে পত্রিকাকে জানান, রাতে নগরের হোটেল ওয়েল পার্কে অবস্থান করে পরদিন সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে অভিনয়শিল্পীদের নৌকার পক্ষে প্রচারণা শুরু করার কথা রয়েছে।
চট্টগ্রাম নগরের সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর কয়েকটি স্পটে তারা প্রচারণা চালাবেন। তবে সেই স্পটগুলো কোথায় হবে সে বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে কথা বলে বুধবার রাতের মধ্যে ঠিক করা হবে বলে জানান আওয়ামী লীগের এ মুখপাত্র।
অভিনয়শিল্পীদের টিমে থাকা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম একুশে পত্রিকাকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত নগরীতে প্রচারণা চালানোর পর তারকাশিল্পীদের একটা টিম চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী ড. হাছান মাহমুদের পক্ষে নৌকার প্রচারণায় অংশ নেবেন।
রাঙ্গুনিয়া থেকে ফিরে বৃহস্পতিবার রাত ৯টার ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন তারকাশিল্পীরা।-বলেন আমিনুল ইসলাম।
একুশে/এটি