সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রোববার থেকে চবির শীতকালীন ছুটি

| প্রকাশিতঃ ২১ ডিসেম্বর ২০১৮ | ৬:১০ অপরাহ্ন


চট্টগ্রাম: শীতকালীন ছুটি, বড়দিন ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর (রোববার) থেকে ৩০ ডিসেম্বর (রোববার) পর্যন্ত মোট ৮ দিন বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এ সময় ক্লাস ও সকল অফিস কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হোছাইন।

বন্ধের দিনসমূহে শুক্র ও শনিবারের সময়সূচী অনুযায়ী শাটল ট্রেন চলাচল করবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।

এদিকে রোববার থেকে ছুটি শুরু হলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইতিমধ্যেই ক্যাম্পাস ছেড়েছেন অনেক শিক্ষার্থী।