গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামালার পর থেকে এখন পর্যন্ত ২৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জঙ্গি ও সন্ত্রাসীদের সংশ্লিষ্ট খবর যাচাই বাছাই করে প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
পর্যাপ্ত যাচাই-বাছাইয়ের পর জঙ্গিবিষয়ক সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে বেনজীর আহমেদ বলেন, তথ্য পাওয়ার পরই তা ছেপে দেওয়া সঠিক হবে না। এটা করা হলে দৃষ্টি অন্যদিকে সরে যাবে।
তিনি বলেন, ‘জাতির আগ্রহের কেন্দ্রবিন্দু এখন জঙ্গিরা। সবাই জানতে চায়। তবে তাদের ব্যাপারে কোনো তথ্য পেলেই তা প্রচার করা বা ছেপে দেওয়া যাবে না। যাচাই-বাছাই না করে নিউজ ছাপালে জাতি বিভ্রান্ত হবে। এমন কোনো নিউজ করা যাবে না যাতে জঙ্গিরা সুযোগ পেয়ে যায়। এমন কিছু করা থেকে বিরত থাকুন যাতে আমরা ‘ফোকাসলেস’ হয়ে না যাই।’
বেনজীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ২৬ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ফলে জঙ্গিদের শক্তিক্ষয় হয়েছে।
জঙ্গিরা ‘চাপে আছে’ মন্তব্য করে র্যাব মহাপরিচালক বলেন, “জেএমবি, আনসারউল্লাহ বাংলা টিম এবং হিযবুত তাহরীর কতটুকু চাপে আছে আমরা তা মূল্যায়ন করার চেষ্টা করছি।
‘এই তিনটা সংগঠনের কার্যক্রমের ওপর আমাদের নজরদারি আছে। সময়সুযোগ মতো তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
জঙ্গিদের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আছে বলে জানান বেনজীর। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সার্বিকভাবে একটা নিরাপত্তার চাদর ছুড়ে দেওয়া, যাতে করে উৎসবমুখর পরিবেশে, যাতে কোনো প্রকার উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়া এ দেশের সাধারণ মানুষ ঈদুল আজহা উদযাপন করতে পারে। জেএমবি, এবিটি ও হিযবুত তাহরীর এদের ওপর আমাদের নজরদারি আছে।’
সময়-সুযোগমতো অবশ্যই জঙ্গিদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে বলে আশ্বাস দেন র্যাবের মহাপরিচালক।
তিনি বলেন, দেশবাসীকে আমরা নিশ্চিত করেতে পারি, অনুরোধ করতে পারি, আস্থা রাখতে পারেন।