মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

অগ্রীম টিকেট: শেষ দিনে ছিলনা যাত্রীদের ভিড়

| প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০১৬ | ৬:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শেষ দিনে ছিলনা যাত্রীদের ভিড়। চাহিদা কম থাকায় ছিল না দীর্ঘ লাইনও। শুক্রবার সকাল আটটা থেকে টিকেট বিক্রি শুরু হয় এই স্টেশনে। আগামী ১১ সেপ্টেম্বরের টিকেট নিতে আসা যাত্রীরা কাউন্টার শুক্রবার খুব সহজেই টিকেট সংগ্রহ করতে পারছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারিভাবে ঈদের ছুটি শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর থেকে। কিন্তু এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ সেপ্টেম্বরের টিকেটের চাহিদা ছিল কম।

অগ্রিম টিকেট বিক্রির শেষ দিনে ৮ হাজার ৭২০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। কাউন্টারে রাখা হয়েছে ৬ হাজার ৫৮০টি টিকেট। বাকিগুলো অনলাইনে ও কোটায় রাখা হয়েছে।

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘ছুটির শুরুর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ সেপ্টেম্বরের টিকেটের চাহিদা কম ছিল কম। তাই শুক্রবার ভিড় ছিলনা যাত্রীদের।

এর আগে সোমবার থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম শুরু হয়।