সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জেএসসি-জেডিসির ফল প্রকাশ

| প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০১৮ | ১২:০১ অপরাহ্ন

একুশে ডেস্ক : প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সাধারণত ডিসেম্বরের শেষে এই ফল ঘোষণা করা হলেও, এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় আগেই ফল ঘোষণা করা হলো। এবার জেএসসিতে পাসের হার ৮৫.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। এ ছাড়া জেডিসিতে গড় পাসের হার ৮৯.০৪ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সোমবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবনে শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ফলাফলের অনুলিপি তুলে দেন।

জানা গেছে, বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। আর দুপুর ১টায় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ক্ষুদেদের সমাপনীর ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন গণশিক্ষামন্ত্রী।

একুশে/ডেস্ক/এসসি