চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সুখে-দু:খে ছিলেন, আছেন এবং থাকবেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের এ অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে সাধারণ মানুষের পাশাপাশি দেশের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা সাংবাদিকদের বন্ধু। তাদের সুখে-দু:খে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের পরিচালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহিদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।