চট্টগ্রাম: বর্তমান রাজনীতির চরম ব্যর্থতার কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, সবার দোয়া ও সহযোগিতায় তৃণমূল থেকে রাজনীতি করে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি এই জায়গা এসে পৌঁছেছি। আমরা যখন ছাত্র রাজনীতি করেছিলাম তখন আমাদের পলিটিক্যাল ক্লাস, কর্মী সভা হতো। কিন্তু এখন কোনো ছাত্র সংগঠনই বলতে পারবে না তারা গত ১৫-২০ বছরে একটা কর্মী সভা করেছে। এখানেই হলো মূল সমস্য।
তিনি বলেন, আমাদের ইতিহাস ও ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মহান নায়ক সম্পর্কে জানতে হবে। এসব জানলেই আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না। কোনো বিভ্রান্তি আমাদের গ্রাস করতে পারবে না।
সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গিদের মরদেহ পরিবারও নিচ্ছে না। তাদের মরদেহ মর্গে পড়ে আছে। মানুষ তাদের জানাজায়ও অংশ নেয় না। এমনকি তাদের মরদেহ কুকুরও খাবে না। কুকুর খেতে গিয়ে বলবে, জঙ্গি গন্ধ আছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। কাউকে সন্দেহজনক মনে হলে, আমাদের খবর দেবে। জঙ্গিবাদ দূর না হলে আমরা একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারবো না, কোথাও যেতে পারবো না।
বিশেষ অতিথির বক্তব্যে মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নুর তুষার বলেন, আমাদের এমন শিক্ষাব্যবস্থা ছিল যেখানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানার সুযোগ ছিল না। ফলে আমরা একটা প্রজন্ম পেয়েছি যারা ভালো ইংরেজি বলতে পারে। কিন্তু এই বাংলাদেশ কীভাবে হলো তা তারা জানে না। নিজের দেশের ইতিহাস সম্পর্কে না জানা তরুণদের জঙ্গিরা বেছে নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শহীদ জায়া বেগম মুশতারি শফি বলেন, বাংলাদেশ স্বাধীন হোক, সেটা যারা কখনও চায়নি, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা মানুষ না। মানুষের নামে তারা কুকর্ম করে যাচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে নগরীর ৩৩টি বিদ্যালয়ের প্রায় হাজারো শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশ নেন। এতে বক্তব্য দেন- জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’র সদস্য সচিব ও সাবেক জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম ও জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।