মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম ৪ হাজার ইয়াবাসহ তিন বিক্রেতা গ্রেফতার

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৬ | ৫:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকার একটি রেস্টুরেন্টের ভেতর থেকে চার হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিনগত রাত ১২টার দিকে বহদ্দারহাট মোড়স্থ কাশবন রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নুরুল আলম (২০), মোঃ রুবেল (২০) ও কেপায়েত উল্লাহ (২০)। তিনজনের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।