মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

স্বর্ণ চোরাচালান মামলায় একজনের যাবজ্জীবন

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৬ | ৫:২৯ অপরাহ্ন

court-buildingচট্টগ্রাম: ৮ কোটি টাকা মূল্যের ১৭ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. শাহে নুর এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত আসামি মোঃ সরোয়ার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দীন চৌধুরী এ রায়ের বিষয়টি একুশেপত্রিকাডটকমকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত আসামী সরোয়ার ২০১৪ সালের ১৪ জুন দুবাই হতে বিমান যোগে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে আসে। এসময় শুল্ক কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করলে ১৬ কেজি ৯শ গ্রাম ওজনের ১৩৮ পিস স্বর্ণের বার পায়। যার বাজার মুল্য ৮ কোটি টাকা। এঘটনায় ১৭ জুন শুল্ক কর্মকর্তা আরীফুর রহমান বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫বি ধারায় তার বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১৬ ডিসেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। গত বছরের ১৪ অক্টোবর এ মামলায় চার্জ গঠন করে আদালত। ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তার বিরুদ্ধে এ রায় ঘোষনা করা হয়।