মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কারাগারের ভেতর থেকে দুটি মোবাইল উদ্ধার

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৬ | ৬:০৯ অপরাহ্ন

ctg jailচট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার দন্ডপ্রাপ্ত দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধারের খবর পাওয়া গেছে। গত রোববার মোবাইল দুটি ‘উদ্ধারের’ পর সোমবার আদালতে অন্য বন্দিরা হাজিরা দিতে এলে এ খবর ‘জানাজানি’ হয়।

সোমবার চট্টগ্রামের আদালতে হাজিরা দিতে আসা একাধিক বন্দি জানান, গত রোববার কারাগারের তারেকশ্মর-২ ভবনে থাকা সোহেল ও মাসুদ নামের দুই বন্দির কাছ থেকে মোবাইল দুটি পান কারাগারের সুবেদার ফয়েজ। পরে ৫০ হাজার টাকায় এ ঘটনা ‘মিমাংসা’ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, বাবলু হত্যা মামলার আসামি দুই সহোদর সোহেল ও মাসুদকে মৃত্যুদন্ড দেয় আদালত। পরে আপিল করায় যাবজ্জীবন দন্ড দেয় উচ্চ আদালত। এই দুই আসামিকে তারেকশ্মর-২ ভবনে রেখেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, এসব মিথ্যা কথা। এ রকম কিছু হয়নি।