চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভার’ সঙ্গী হিসেবে রংপুর চিড়িয়াখানা থেকে নতুন সিংহ ‘বাদশাহকে’ আনা হয়েছে। শনিবার রাতে সিংহটিকে নিয়ে রংপুর থেকে চট্টগ্রাম রওনা হয়ে সোমবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছান কর্মকর্তারা।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মঞ্জুর মোর্শেদ বলেন, দুই চিড়িয়াখানার ‘অদল-বদল’ প্রক্রিয়ার অংশ হিসেবে একটি সিংহী দিয়ে রংপুর থেকে সিংহটি আনা হয়েছে। রংপুর থেকে আনা সিংহটিকে সিংহীর পাশে আলাদা খাঁচায় রাখা হয়েছে। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার পর দুটিকে এক খাঁচায় রাখা হবে।
প্রসঙ্গত চট্টগ্রাম চিড়িয়াখানার ২০০৫ সালের ১৬ জুন দুটি সিংহীর জন্ম হয়। একটির নাম ‘নোভা’, আরেকটির নাম ‘বর্ষা’। জন্মের কিছুদিনের মধ্যে তাদের মা ‘লক্ষ্মী’ ও ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি বাবা ‘রাজ’ মারা যায়। এরপর চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন কোনো সিংহ না আসায় পূর্ণবয়স্ক সিংহীগুলোর বংশবৃদ্ধির সুযোগ হয়নি।
এ অবস্থায় গত ২৮ আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বর্ষাকে নিয়ে যাওয়া হয় রংপুর চিড়িয়াখানায়। আর ‘নোভার’ সঙ্গী হিসেবে রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ‘বাদশাহকে’।