চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জে অভিযান চালিয়ে শুঁটকির চার আড়ত মালিককে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই আড়তগুলোর চার কর্মচারীকে আট মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে দেড় হাজার কেজি শুঁটকি। মঙ্গবার দুপুরে এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হোসেন অভিযানের নের্তৃত্ব দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আসাদগঞ্জের বার আউলিয়া ট্রেডার্স, মেসার্স হাসেম সওদাগর ও মেসার্স সুনীল কান্তি বড়ুয়া এই তিনটি শুঁটকি বিক্রেতা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এ তিন আড়তের কর্মচারী রিপন বড়–য়া, মোঃ হারুন ও সুব্রত বড়–য়াকে আট মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমন আদালত। এ ছাড়া মেসার্স শাহী ট্রেডার্স নামে একটি শুঁটকি বিক্রেতা প্রতিষ্ঠানকেকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই আড়তের কর্মচারী মোঃ হেলাল উদ্দিনকেও আট মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হোসেন জানান, নোংরা পরিবেশে ফরমালিন ও কাপড়ের রং দিয়ে শুঁটকি প্রক্রিয়াজাত করছিল এ চারেটি প্রতিষ্ঠান। তাদের ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই আড়তগুলো থেকে দেড় হাজার কেজি শুঁটকি জব্দ করা হয়েছে। এছাড়া শুঁটকিতে ব্যবহৃত ফরমালিন ও কাপড়ের রং জব্দ করা হয়েছে।