চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি চোরাই মোটরসাইকেলসহ মোহাম্মদ মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপোর মৃদ্ধার পাড়া এলাকার জসিমের গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাসিন্দা নুরুল আলমের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ মামুন নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে কালো-সবুজ রংয়ের ডিসকভার ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের হয়েছে।