মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পুলিশের উপর গুলিবর্ষণকারী গ্রেফতার

| প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০১৬ | ৬:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: পটিয়ায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালে গুলি করে পুলিশ কর্মকর্তাকে আহত করার মামলার আসামি লুৎফর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

লুৎফর রহমান চৌধুরীর বাড়ি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবদুল্লাহ সওদাগরের বাড়িতে। তার বাবার নাম মাওলানা হাছান।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে লুৎফর রহমান চৌধুরী নামে পুলিশে উপর গুলিবর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৩ সালে ২০ দলীয় জোটের ডাকা হরতালের সময় পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর মিছিল থেকে গুলি চালায় লুৎফর রহমান চৌধুরী। তার গুলিতে পটিয়া থানার এসআই নেয়ামত উল্লাহ গুলিবিদ্ধ হন। নেয়াতম উল্লাহ বর্তমানে চন্দনাইশ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় লুৎফর এজাহারভুক্ত আসামী।