মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কলেজ শিক্ষকের মরদেহ মিলল পানির ড্রামে

| প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০১৬ | ৮:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীতে একটি বাসার বাথরুমে পানির ড্রাম থেকে পা বাঁধা অবস্থায় ইকবাল হোসেন চৌধুরী (৫২) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ইকবাল হোসেন চৌধুরী বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন চৌধুরীর ছেলে। তিনি নগরীর পাহাড়তলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

নগরীর আরাকান সোসাইটি আবাসিক এলাকার দুই নম্বর সড়কের জামান ভবনের তিনতলার ফ্ল্যাটে স্ত্রী ও এক মেয়ে নিয়ে ইকবাল থাকতেন। তার স্ত্রী সুলতানা রাজিয়া রাউজান কলেজের শিক্ষক। মেয়ে আফিয়া ইকবাল নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

আফিয়া বলেন, ‘সকাল ৮টার দিকে খালার বাসায় যাওয়ার জন্য বের হই। এর আগে মা কলেজে যায়। বাবা তখন কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিকেল ৩টার দিকে বাসায় এসে দেখতে পাই দরজা ভেতর থেকে বন্ধ।’

তিনি আরও বলেন, ‘বেশ কয়েকবার মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি বাবা। বিষয়টি মাকে জানাই। পরে মায়ের পরামর্শে প্রতিবেশি ও ভবনের নিরাপত্তারক্ষীকে ডেকে এনে তালা ভেঙে ভিতরে প্রবেশ করি। এ সময় দেখতে পাই বাথরুমের দরজা খোলা। সেখানে একটি পানিভর্তি ড্রামের ভিতর বাবা উপুর হয়ে আছেন। তার দুই পা মোটা রশি দিয়ে বাঁধা। বিষয়টি পুলিশকে জানানো হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবার মরদেহ উদ্ধার করে পুলিশ।’

পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলা হচ্ছে। তবে আমাদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। কারণ যে প্রক্রিয়ায় মরদেহটি পাওয়া গেছে সেভাবে কারও আত্মহত্যার সুযোগ আছে কিনা তদন্ত করে দেখতে হবে। কলেজে যাবার জন্য রেডি হয়েও তিনি কলেজে যাননি কেন সেটা তদন্ত করে দেখতে হবে। কারও সঙ্গে পূর্ব শত্রুতা কিংবা জমিজমা নিয়ে বিরোধ ছিল কিনা সেটাও দেখতে হবে।’