চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১১টার দিকে সৈয়দ বাড়ি এলাকা থেকে এসব জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।
তিনি জানান, যানবাহনে অবৈধভাবে গ্যাস বিক্রির জন্য সিলিন্ডারগুলো কুমিল্লা থেকে আনা হয়েছে। খবর পেয়ে আমরা ওই এলাকায় গিয়ে এসব সিলিন্ডার জব্দ করি। ভ্রাম্যমাণ আদালত আসার বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওযায় কাউকে ধরা সম্ভব হয়নি।
ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, গ্যাস আইন-২০১০ অনুযায়ী এভাবে গ্যাস বিক্রি ও বহন নিষিদ্ধ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে সিলিন্ডারগুলো ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত বুধবার রাঙ্গুনিয়ার একই স্থানে অভিযান চালিয়ে ১৫১টি সিলিন্ডারসহ একটি কভার্ড ভ্যান জব্দের পর দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।