সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

| প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০১৯ | ১২:১০ অপরাহ্ন

একুশে ডস্কে : কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। উসমান ডেম্বেলের জোড়া গোল ও মেসির এক গোলে লেভান্তেকে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে থাকায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাসা। শেষ ষোলোর প্রথম লেগে লেভান্তের মাঠে ২-১ গোলে হেরে এসেছিল আর্নেস্তো ভালভার্দের দল। তবে প্রথম লেগে বার্সা নিষিদ্ধ এক ফুটবলারকে খেলানোয় বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে বার্সেলোনার বিরুদ্ধে নালিশ করতে যাচ্ছে লেভান্তে। কোপা ডেল রের শেষ ষোলোর ফিরতি লেগে নিষেধাজ্ঞায় থাকা এক খেলোয়াড়কে খেলিয়েছে বার্সা। লেভান্তের দাবি, বার্সার ডিফেন্ডার হুয়ান চুমির পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন নিয়ম অনুযায়ী তিনি এক ম্যাচ নিষিদ্ধ অর্থাৎ স্কোয়াডের বাইরে থাকবেন। কিন্তু এর আগে প্রথম লেগে এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাঠে নামিয়েছে বার্সা। লেভান্তের অভিযোগ প্রমাণ হলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মেসিদের আর খেলতে হবে না। বহিষ্কার হতে হবে বার্সাকে।

লেভান্তে প্রেসিডেন্ট কিকো জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে আইনি লড়াইয়ে যাবেন তাঁরা। ক্লাব কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। কিকো বলেন, ‘মাঠে আজ (কাল) যাই ঘটুক না কেন লেভান্তে আগামীকাল ফেডারেশনে যাবে। আমরা মনে করছি আমাদের কাছে যথেষ্ট শক্ত প্রমাণ রয়েছে, যা ক্লাবের সিদ্ধান্তের পক্ষে সমর্থন দেবে।

তবে এই অভিযোগ পেশের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আর বার্সার ডিফেন্ডার চুমিকে নিয়ে লেভান্তের যে অভিযোগ সেটি উত্থাপনের সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় পার পেয়ে যাওয়ার সুযোগ আছে বার্সার।

তবে বার্সা কোচ ভালভের্দের মতে তাঁরা কোনো ভুল করেননি। নিয়ম ঠিকই মানা হয়েছে। আর চুমির ৫টি হলুদ কার্ড খাওয়ার অভিজ্ঞতা হয়েছে বার্সা ‘বি’ দলের হয়ে, যা কোপা ডেল রে-তে প্রযোজ্য হবে না। ভালভার্দের যুক্তি, ‘চুমির বিষয়টি নিয়ে আমরা কোনো দ্বিধায় নেই। পূর্বেও ছিল না, এখনো নেই, সামনেও থাকার কিছু নেই। আমরা আগামীকালের রায়ে অংশগ্রহণ করব এবং আমরা নিশ্চিত যে আমরা ভুল কিছু করিনি।

ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথম ২৫ মিনিটে মেসির দুটি প্রচেষ্টা রুখে দেন লেভান্তের গোলরক্ষক ফার্নান্দেস। অবশেষে ৩০ মিনিটে গোলের দেখা পায় বার্সা। প্রতিপক্ষের ভুলে ডি বক্সের ভেতর বল পেয়ে যান ডেম্বেলে। বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি ফরাসি এই ফরোয়ার্ডের। পরের মিনিটেই নিজের জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন ডেম্বেলে। মেসির পাস থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে ডেম্বেলের নেওয়া শট গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।

৪৩তম মিনিটে গোল করার মতো জায়গায় বল পেয়েও হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন দেম্বেলে। দুই মিনিট পর ফিলিপে কৌতিনিয়ো ও মেসির শট ঠেকিয়ে বিরতির আগে ব্যবধান আর বাড়তে দেননি লেভান্তের গোলরক্ষক।

বিরতির পর ৫৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি বার্সার জয় নিশ্চিত করে ফেলেন মেসি।

একুশে/ডেস্ক/এসসি