সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দুস্থদের মাঝে খাবার নিয়ে চবি ছাত্রদল

| প্রকাশিতঃ ২০ জানুয়ারী ২০১৯ | ৪:৪০ অপরাহ্ন


চট্টগ্রাম: দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে রাতের খাবার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩ তম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

গতকাল শনিবার রাতে নগরীর গরীব উল্লাহ শাহ মাজারের সামনে অপেক্ষমান দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণের পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হয়।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোস্তফা মহসিন মহিয়ান, চবি ছাত্রদল নেতা অহিদুর রহমান, আবদুল্লাহ আল মামুন ও ছাত্রদল নেতা হেলিন ত্রিপুরা, বিনোদ ত্রিপুরা, লেন্দু ত্রিপুরা প্রমুখ।

উক্ত কর্মসূচি পালনে সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সার্বিক সহযোগিতা প্রদান করেন।