
ঢাকা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবারে সারাদেশে প্রায় ২১ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।
রোববার (২০ জানুয়ারি) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা এ নির্দেশ দেন তিনি।
সে সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, এবার বিশেষ খামে করে প্রশ্ন পাঠানো হবে। যেটি নিশ্চিত করা হবে কখনই খামটি খোলা হয়নি। প্রশ্ন ফাঁস রোধে সিলগালা প্যাকেটের সঙ্গে এবার ফয়েল পেপার মোড়ানো থাকবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীকে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করার বিষয়ে যতটা সম্ভব করা হবে।
সিন্ডিকেট ভিত্তিক কেন্দ্র ব্যবস্থা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র পুরোটাই বোর্ডের বিষয়। সমন্বয়ের কাজটি মন্ত্রণালয় করে। বাকিটা বোর্ড করে থাকে। মন্ত্রণালয় ও বোর্ডের বিষয়টি ভিন্ন। প্রশ্নপত্র সেটার ও মডারেটর ছাড়া কারো প্রশ্নপত্র দেখার সুযোগ হয়না।
দীপু মনি বলেন, যারা প্রশ্ন ফাঁসের গুজব তৈরির চেষ্টা করে তারা নজরদারিতে আছে। কেউ যদি গুজব ছড়ানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। যারা সন্দেহভাজন হবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ফেসবুকের গুজবের বিষয়ে বিটিআরসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।
একুশে/আরসি/এসসি