সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বিপিএল : কুমিল্লার মুখোমুখি রাজশাহী কিংস

| প্রকাশিতঃ ২১ জানুয়ারী ২০১৯ | ১১:৫৩ পূর্বাহ্ন

একুশে প্রতিবেদক : সিলেট পর্ব শেষে আবারও ঢাকায় ফিরেছে বিপিএল ক্রিকেট।

সোমবার(২১ জানুয়ারি) দুপুর দেড়টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।

একই ভ্যেনুতে সন্ধ্যা সাড়ে ৬টায় পয়েন্ট তালিকার বর্তমান শীর্ষ দল ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে লড়বে চট্টগ্রাম ভাইকিংস। এই ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে যাবে চট্টগ্রাম।

এদিকে, পয়েন্ট টেবিলের তিন নম্বর দল কুমিল্লার লক্ষ্য জয় দিয়ে তালিকায় উপরের সারিতে ওঠে আসা। আর জয় চায় মেহেদি মিরাজের রাজশাহীও।

কিংসের বোলিং আক্রমণ ভোগাচ্ছে প্রতিপক্ষকে। তবে দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে, এ আসরে এখনও দেড়শর কোটা পেরুতে পারেনি মিরাজের দল। মুমিনুল-সৌম্যের অফফর্মে সুযোগ পাওয়া মার্শাল-নাফিসরা অবশ্য ভরসা দিচ্ছে।

রাজশাহীর বিপক্ষে প্রথম লেগে ৫ উইকেটের জয় পেয়েছিলো কুমিল্লা। শেষ ম্যাচে খুলনার বিপক্ষে বড় রান তাড়া করার পর আত্মবিশ্বাসী ইমরুল-তামিমরা। প্লে অফের পথে এগিয়ে থাকতে জয় চায় ভিক্টোরিয়ানস।

অন্যদিকে, সিলেট পর্বের শুরুতে বাজে হারের ধকল কাটিয়ে উঠতে সময় লাগেনি ঢাকার। দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে উড়িয়ে টেবিলে অবস্থান আরও শক্ত করেছে ডায়নামাইটস। রানে ফিরেছে সাকিব আল হাসান। তবে কাজী অনিকের পর আলিস ইসমলামের চোটে চিন্তা বেড়েছে। বিপিএল থেকে ছিটকে গেছেন আলিস। আর ঢাকা ফিরে, শুরুটা ইনফর্ম চিটাগং ভাইকিংসের বিপক্ষে। সিজন সিক্সে এই দুই দল মুখোমুখি হয়নি এখনও। মুশফিকের দল যে ঢাকার কঠিন পরীক্ষা নেবে তা নিশ্চিত। খুলনার বিপক্ষে এ মৌসুমের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে মুশফিকুরের দল।

একুশে/আরসি/এসসি