সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চলতি সপ্তাহে ৪০ হাজার শিক্ষক নিয়োগের ফল

| প্রকাশিতঃ ২২ জানুয়ারী ২০১৯ | ১১:৫৮ পূর্বাহ্ন


ঢাকা: চলতি সপ্তাহে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার শিক্ষক নিয়োগের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ’র চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।

এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান জানান, ‘ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে, বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। চলতি সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর মোবাইল ফোনের মাধ্যমে মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীকে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্য আসনের বিপরীতে সারা দেশ থেকে আবেদন জমা পড়ে প্রায় ৩০ লাখ। মেধা তালিকায় প্রথম থেকে ১৪তম নিবন্ধনধারীরা প্রায় ৭ লাখ আবেদনকারী গড়ে ৭টি করে আবেদন করেছেন।