সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ছাত্রদলের দপ্তর সম্পাদককে পেটালো চবি ছাত্রলীগ

| প্রকাশিতঃ ২৩ জানুয়ারী ২০১৯ | ৬:২২ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সাজ্জাদ পরীক্ষা দিয়ে হল থেকে বের হলে কিছু ছাত্রলীগ নেতাকর্মী তাকে মারধর করে। পরে ওই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সভাপতি খোরসেদ আলম একুশে পত্রিকাকে বলেন, সাজ্জাদ পরীক্ষা দিয়ে বের হলে তাকে কিছু ছাত্রলীগ নেতাকর্মী মারধর করে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ছাত্রলীগের এ ধরনের কর্মকান্ডের সুষ্ঠ বিচার না হওয়ায় তারা আমাদের উপর এ ধরনের হামলা চালিয়েছে। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রক্টরের ইন্দনেই এসব হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে সহকারি প্রক্টর লিটন মিত্র একুশে পত্রিকাকে বলেন, আমরা মারধরের বিষয়ে জানতে পেরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেই, পরে তাকে চমেকে পাঠানো হয়েছে।

একুশে/আরএস/এসসি