চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে ইপিজেড বাইলেনের রেললাইনের পাশের বস্তিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফাতেমা বেগম (২৭) ও তার মেয়ে মারজান (৩)। তাদের বাড়ি লক্ষীপুরে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ঘুমের মধ্যেই মা ও মেয়ে আগুনে পুড়ে মারা যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগুনে ১২টি দোকান ও বেশ কয়েকটি বস্তির ঘর পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।