সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ইয়াবাসহ চবি কর্মচারী আটক

| প্রকাশিতঃ ২৮ জানুয়ারী ২০১৯ | ৭:২৬ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মঈনুল হক মো. হাসান (৩৫) নামের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে ক্যাম্পাসের পরিবহন দপ্তরের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।

আটক মঈনুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মচারী। তার বসবাস উত্তর ক্যাম্পাসের কর্মচারী কলোনিতে।

ওসি বেলাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিবহন দপ্তরের সামনের একটি চা দোকান থেকে হাসানকে আটক করা হয়। তার কাছ থেকে কয়েকটি ইয়াবা পাওয়া গেছে।

তবে ইয়াবার সংখ্যা কত তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।