মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ঈদের দিনেই বর্জ্য অপসারণের ঘোষণা

| প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০১৬ | ৯:৪৩ পূর্বাহ্ন

cccচট্টগ্রাম: ঈদের দিন বিকাল ৪টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্দরনগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে চার হাজার শ্রমিক-কর্মচারী কাজ শুরু করেছে। আশা করছি বিকাল ৪টার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ শেষ করা যাবে।

তিনি বলেন, পশু জবাইয়ের পর করপোরেশনের কর্মীরা বর্জ্য অপসারণ করবে এবং দুর্গন্ধ ছড়ানো ঠেকাতে ব্লিচিং পাউডার ছিটাবে। বর্জ্য অপসারণ কাজে চসিকের ১৮০টি গাড়ি ব্যবহার হচ্ছে।

এদিকে পশুর বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা তদারকি করতে করপোরেশনকে চারটি জোনে ভাগ করে চারজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপসারণের পরও বর্জ্য কোথাও পড়ে থাকতে দেখা গেলে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন ০১৯১১৮৮৫১৯৯, ০১৭৬৬৪০২৪২৫, উত্তর জোনের আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ আজম ০১৭১৫৯৬৫৯১১, দক্ষিণ জোনের আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ জাবেদ-০১৮১৯৩১৭৩০১, পূর্ব জোনের আহবায়ক কাউন্সিলর হাজী নুরুল হক ০১৮৫১৫৯১০১৯৯, পশ্চিম জোনের আহ্বায়ক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানমের ০১৮১৯১৭৩২৮০ সঙ্গে এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী ০১৭১২২৫২৬১৫, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম ০১৬৭৫২১৮৪৮৫ ও শেখ হাসান রেজার ০১৭১৫৬৭৬৭৭০ সঙ্গে যোগাযোগগের অনুরোধ করেছে চসিক।

এছাড়া কন্ট্রোল রুমে ৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯ নম্বরেও যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে চসিক।