মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সীতাকুন্ডে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, আহত ২

| প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০১৬ | ২:৩১ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দুই চালক আহত হয়েছেন। এতে ট্রেনের চালক ও সহকারি আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চালক (লোকো মাস্টার) মহিন উদ্দিন (৫৯) ও সহকারী চালক মাহিদুল ইসলাম (৩৫)। মহিন উদ্দিন চট্টগ্রাম বন্দরের পোর্ট কলোনি এলাকার বাসিন্দা। মাহিদুল ইসলাম আনোয়ারা উপজেলার ষোলকাটা গ্রামের বাসিন্দা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক প্রণব চৌধুরী বলেন, সকাল ১১টার দিকে ট্রেনটি চট্টগ্রাম বন্দর সংযোগ লাইন থেকে ঢাকামুখী মূল লাইনে ওঠার সময় ইঞ্জিনটি বিকট শব্দে কাত হয়ে পড়ে যায়। এ সময় চালক মহিন উদ্দিন ইঞ্জিনের একপাশে গাছের সঙ্গে আটকা পড়েন। পরে আহত অবস্থায় চালক ও সহকারী চালককে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।