মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ছেলের দায়ের কোপে বাবা নিহত

| প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৬ | ১:২৭ অপরাহ্ন

murderচট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক প্রতিবন্ধি ছেলে। শুক্রবার সকাল ৮ টার দিকে মেখল ইউনিয়নের ছালেহ আহমদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘাতক সাইফুল ইসলাম (২২) একই এলাকার বাসিন্দা ও নিহত মোঃ মুছার (৫৫) ছেলে। ঘটনার পর সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ।

হাটহাজারী থানার ওসি বেলাল মোঃ জাহাঙ্গীর বলেন, দুই-আড়াই বছর ধরে মানসিক ভারসাম‌্যহীন ছিলেন সাইফুল। সকাল ৮টার দিকে পেছন থেকে দা দিয়ে বাবা মুছাকে আঘাত করেন সাইফুল। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসি বলেন, সকাল ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পর মুছাকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক। নিহতের মাথার ডান পাশে কোপ দেওয়া হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।