মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

| প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৬ | ৪:৪০ অপরাহ্ন

road accidentচট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া আমজুর হাট এলাকায় সৌদিয়া বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের চালক মোঃ আবদুল মোনাফ (২৬) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় উভয় যানবাহনের ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আবদুল মোনাফ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চা বাগান এলাকার আমির হামজার ছেলে।

গুরুত্বর আহতদের মধ্যে রয়েছেন- সানজিদা (৫), আরিফ (২৬), ফরহাদ (২৬), মিনহাজ (১৮), মো: জোসেফ (৪৮), মুজিবুর রহমান (৫০), নিজাম উদ্দীন (২৫), মো: মামুন (২৬), মোস্তাক উল্লাহ (১৭), মো: হারুনুর রশিদ (৬০), মো: তৌসিফ (৫), মো: জাফর (৪০), মো: হারুন (২৪)।

হাইওয়ে পুলিশের পটিয়া ক্রসিং ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান জানান, শুক্রবার দুপুর ১টার দিকে আমজুর হাট এলাকায় কক্সবাজারমুখী সৌদিয়া বাস (চট্টমেট্টো-ব-১১-০৪৬২) ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী মাইক্রোবাসের (ঢাকা-মেট্টো-চ-১১-৩৩৮৯) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাস ও মাইক্রোবাস দুইটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।