চট্টগ্রাম: ‘চট্টগ্রাম কারাগারে মাদক ব্যবসার মূলে হামকা নুর আলম!’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর কারাগারের এই মাদক ব্যবসায়ীকে ‘সেল বন্দি’ করেছে কারা কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন- অপরাধ কর্মকান্ডে জড়িত থাকায় বা দুর্ধর্ষ অপরাধী বন্দিকে ‘শাস্তি’ দেওয়ার জন্য নির্জন একটি ছোট আকৃতির কক্ষে (সেল) আটকে রাখে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার কারাগার থেকে চট্টগ্রামের আদালতে হাজিরা দিতে আসা একাধিক বন্দি বিষয়টি প্রথম এ প্রতিবেদককে জানান। এরপর সিনিয়র জেল সুপার ইকবাল কবিরের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি অফিসের বাইরে আছি। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছি না।’
এ বিষয়ে জানার জন্য শনিবার অফিস সময়ে যোগাযোগ করার পরামর্শ দেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির।
এদিকে শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলারের কাছে মুঠোফোনে এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়। এসময় তিনি বলেন, ‘এ রকম কোন তথ্য আমার জানা নেই।’
যোগাযোগের কিছুক্ষণ পরে এই প্রতিবেদককে ফিরতি কল করেন ওই ডেপুটি জেলার। এরপর তিনি বলেন, ‘আমি এইমাত্র খবর নিয়ে জেনেছি, নুরুল আলমকে সেল বন্দি করা হয়েছে।’
তবে নুরুল আলম ওরফে হামকা নুর আলমকে কখন, কি কারণে সেল বন্দি করা হয়েছে জানতে চাইলে, কারাগারের ওই ডেপুটি জেলার জবাব দিতে অপারগতা প্রকাশ করেন। এমনকি নিজের নাম প্রকাশ না করার জন্যও অনুরোধ করেন তিনি।
কারা কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম কারাগারে রয়েছে ৩২টি ছোট আকারের কক্ষের বিশেষায়িত সেল। প্রতিটি কক্ষের সঙ্গে রয়েছে স্বতন্ত্র ওয়াশ রুম। বন্দিদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে প্রতিটি কক্ষে আছে আলাদা করিডোরও। বিশৃঙ্খলা সৃষ্টি ও নানা অপরাধ কর্মকান্ডে জড়িত থাকা বন্দিকে সেলের কক্ষে একাকী রাখা হয়।