মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শুধু ফ্লাইট বাতিলই নয়, ফ্লাইটগুলোর রুটও বদল করছে চীন

| প্রকাশিতঃ ১ মার্চ ২০১৯ | ৬:৪৩ অপরাহ্ন

একুশে ডেস্ক : উত্তেজনার জেরে পাকিস্তান রুটের সব ধরনের ফ্লাইট বাতিল করেছে তাদের প্রধান আঞ্চলিক মিত্র চীন। প্রতি সপ্তাহে প্রায় ২২টি ফ্লাইট চীন থেকে পাকিস্তানে চলাচল করে। এগুলোর মধ্যে দু’টি ফ্লাইট চায়না এয়ারের এবং বাকিগুলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের।

শুক্রবার (১ মার্চ) সকালে উত্তর চীনের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যুরোর বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর জানায়।

ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে চীনসহ পূর্ব-দক্ষিণ এশিয়ার ফ্লাইটগুলো সাধারণত ভারত-পাকিস্তান সীমান্তের ওপর দিয়ে যায়। কিন্তু গত ক’দিন ধরে ওই সীমান্তে উত্তেজনায় থাই এয়ারওয়েজসহ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করে দেয়। এরপরই চীনের ঘোষণাটি এলো।

তারা বলছে, পাকিস্তান অভিমুখী এবং দেশটি থেকে আসা সব ধরনের ফ্লাইট বাতিলের পাশাপাশি মধ্যপ্রাচ্য বা ইউরোপমুখী সংযোগ ফ্লাইটগুলোরও রুট বদল করছে চীন।

উত্তর চীনের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যুরো তাদের বিবৃতি জানায়, বুধবার ও বৃহস্পতিবার (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) পাকিস্তান রুটের সব ধরনের ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবারের নির্ধারিত ফ্লাইটগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

একুশে/ডেস্ক/এসসি