সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ঢাকা ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট কমিটিতে এলিট

| প্রকাশিতঃ ৪ মার্চ ২০১৯ | ৯:৩৬ অপরাহ্ন


চট্টগ্রাম: ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট।

এছাড়া মো. মেহেদী হাসান সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মাহামুদুল হাসান রনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার আর কে মিশন রোডে গভর্নিং বডির সভাপতি আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

১৮ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ মাসুম আলী এবং মোঃ জগলুল শাহরিয়ার।

যুগ্ম-সম্পাদক মো. শরীফ উল আলম, ম্যানেজার পদে মোঃ আমিন খান, সহকারী ম্যানেজার মোবারক হোসেন সেলিম,
কোচ মো. এমদাদুল হক, সহকারী কোচ মো. মোমিনুল হক,

কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম রাসেল, উইলিয়াম প্রলয় সমরদার, আসিফুর রহমান শাহীন, আরেফিন ইসলাম, মো. সহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোঃ সাজ্জাদ, এ এস এম হুমায়ন কবির।