মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘চট্টগ্রাম সর্বাগ্রে’ স্লোগানে কোরিয়ায় চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের বর্ণিল আয়োজন

| প্রকাশিতঃ ১০ মার্চ ২০১৯ | ১:৫৬ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ এবং চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়ার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অভিজাত হোটেল বম্বে গ্রিলে শনিবার সন্ধ্যায় আয়োজিত হলো বর্ণাঢ্য এক অনুষ্ঠান।

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়ার সভাপতি মেক্সিন চৌধুরীর সভাপতিত্বে এবং অসীম কুমার দে ও ওমর ফারুক হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউন্সেলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদেকুল ইসলাম। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। একটি প্রচলিত গানের সাথে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের বিগত অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র ও দ্বিতীয় অধিবেশন একুশে পত্রিকা পাঠক ফোরাম দক্ষিণ কোরিয়ার প্রতি বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ভিডিও বার্তা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, মার্চ মাস বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক মাস। ৭ মার্চ জাতির জনকের ভাষণ ইউনেস্কো কর্তক স্বীকৃত। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন। আগামী বছর জাতির জনকের জন্মের শতবর্ষ উদযাপিত হবে। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এতোকিছু সামনে রেখে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের আজকের আয়োজন সত্যিই প্রশংসনীয়, অনবদ্য।

রাষ্ট্রদূত কোরিয়ায় চট্টগ্রাম এসোসিয়েশন সম্প্রীতির মডেল স্থাপন করেছে উল্লেখ করে সকল কোরিয়ান প্রবাসীকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি মো. মাসুদ রানা চৌধুরী বলেন, চট্টগ্রাম সর্বাগ্রে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফরিদ হান, সহ সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক তাহের নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, রানা বড়ুয়া, বিধান বড়ুয়া, আরিফ আবরার, টিটু, নূর মোহাম্মদ, মিজান জাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল হক ফারুকী, পিএইচডিরত শিক্ষার্থী মোহাম্মদ আজম খান। পরে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রাষ্ট্রদূত। পাশাপাশি চট্টগ্রামের কোরিয়ায় বসবাসরত যেসব ছেলে ই৯ থেকে ই৭-৪ ভিসা পরির্তন করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

কোরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে ভূমিকা রাখায় চট্টগ্রাম অ্যাসোসিয়েশান অব সাউথ কোরিয়ার পক্ষ থেকে রাষ্ট্রদূত আবিদা ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধিতে অবদান রাখায় কাউন্সেলর মো্হাম্মদ মাসুদ রানা চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম অ্যাসোসিয়েশান অব সাউথ কোরিয়ার পক্ষ থেকে আমন্ত্রিত প্রধান অতিথিকে উত্তরীর পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশনা করেন শিল্পী সুমি বড়ুয়া।

একুশে/ওএফএইচ/এটি