সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

টেস্ট ক্রিকেটে আফগানের ঐতিহাসিক জয়

| প্রকাশিতঃ ১৮ মার্চ ২০১৯ | ৪:৪৯ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক : নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেলো আইসিসির উদীয়মান সদস্য আফগানিস্তান।

ভারতের দেরাদুনে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারানোর মাধ্যমে নতুন ইতিহাস গড়লো আফগানরা।

দেরাদুন টেস্টের ৪র্থ দিনে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ১১৮ রান, আয়ারল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও ইনসান উল্লাহ জানাতের ১৩৯ জুটির উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান।

প্রথম ইনিংসে ৯৮ রান করে আউট হওয়া রহমত শাহ দ্বিতীয় ইনিংসে ফেরেন ৭৬ রান করে। সেঞ্চুরি মিস করলেও এমন পারফরমেন্সের পর ম্যাচসেরা পুরস্কার হাতছাড়া করেননি তিনি।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড ও আফগানিস্তান দু’দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে।

২০১৭ সালে আইসিসির পূর্নাঙ্গ সদস্যপদ লাভের পর ভারতের বিপক্ষে গেল বছর অভিষেক টেস্টে খেলতে নেমেছিল আফগানিস্তান। ওই ম্যাচটিতে একতরফা হারতে হয়েছিল আফগানদের৷

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল যুদ্ধ বিধ্বস্ত দেশটি৷আর আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট হারে পাকিস্তানের বিপক্ষে।

এর আগে আয়ারল্যান্ডকে ২-০ তে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় আফগানিস্তান। ২-২ সমতায় ড্র হয় ওয়ানডে সিরিজ।

একুশে/আরসি/এসসি