চট্টগ্রাম: পানি, রঙ এবং স্পিরিট। এই তিন উপকরণ দিয়ে বানানো হয় মদ। এরপর বিদেশী মদের বোতলে ভরে ‘বিদেশী’ মদ বলে বিক্রি। ‘বিদেশী’ মদ তৈরির এসব উপকরণসহ বায়েজিদ বোস্তামি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভেজাল মদ তৈরির দুই কারিগর; সম্পর্কে তারা বাবা-ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোলায়মান (৬০) ও ছেলে মো. ইউনুছ মিয়া (২২)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর অক্সিজেন মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, ‘নগরীর হাজারী লেনের হোমিওপ্যাথিক ওষুধের একটি পাইকারী দোকান থেকে ২৫০ টাকা লিটার দরে ২০ লিটার স্পিরিট এবং রিয়াজউদ্দিন বাজার থেকে ৫০ টাকা দরে ১৫টি বিদেশি মদের বোতল কিনে হাটহাজারীতে নিজেদের এলাকায় যাচ্ছিলেন তারা। ’
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে জানিয়েছে; পানি, রঙ, স্পিরিট মিশিয়ে তারা বিদেশি ব্রান্ডের বোতলে ভরে ‘বিদেশী মদ’ উল্লেখ করে বেশি দামে বিক্রি করে আসছিল তারা। ভেজাল মদ তৈরির এই দুই কারিগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ বলেন- পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন।