বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে ছাত্রদল।
শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করে।
অপরদিকে, শুক্রবার দেশব্যাপী যুবদলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাজধানীতে শনিবার এ কর্মসূচি পালন করা হবে। যুবদলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।