মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ফায়ার সার্ভিসের ফটকে বাসের ধাক্কায় আহত ৭

| প্রকাশিতঃ ১ অক্টোবর ২০১৬ | ৩:৪৬ অপরাহ্ন

road accidentচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফটকে ধাক্কা দিলে বাসের ভেতরে থাকা সাত নারী শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) প্যাসিফিক জিন্সের কর্মী ঝর্ণা দাশ (৪০), নিলীমা বড়–য়া (৩৬), আঁখি দাশ (৩০), ঋতুপর্ণা সেন (১৮), জবা মজুমদার (৩৫), তসলিমা আক্তার (৩৫) ও সুমি আক্তার (৩৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ কুমার সিংহ জানান, সকালে প্যাসিফিক জিন্সের শ্রমিক বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ পাশের মূল ফটকে আঘাত করে। এতে ফটকে আটকে গিয়ে বাস থেকে ধোঁয়া বের হয়। তবে বাসটিতে আগুন না ধরলেও সেখানে থাকা সাত নারী আহত হন।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের যাত্রীদের উদ্ধার করে। ধোঁয়া নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।