
ক্রীড়া ডেস্ক : কাম্প নউয়ে শনিবার রাতে ১-০ গোলে জিতে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করে এরনেস্তো ভালভেরদের দল। ডিসেম্বরে লিগে প্রথম দেখায় মেসির হ্যাটট্রিকে লেভান্তের মাঠে ৫-০ গোলে জিতেছিল বার্সেলোনা।
এই নিয়ে টানা দ্বিতীয় ও শেষ ১১ মৌসুমে অষ্টমবারের মতো লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা। স্পেনের শীর্ষে লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ বার চ্যাম্পিয়ন হলো তারা।
এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ৩৪টি। লা লিগায় বদলি খেলোয়াড় হিসেবে এটা তার ২৪তম গোল, একবিংশ শতাব্দীতে যা সর্বোচ্চ।
৩৫ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট হলো ৮৩।
দিনের আরেক ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫।
একুশে/ডেস্ক/এসসি