বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। যেখানে অপ্রত্যাশিত জয় পেয়েছিলেন ইংলিশরা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। আর রোমাঞ্চকর এই ম্যাচে ক্রিকেটাররা উত্তেজিত থাকবেন এটাই স্বাভাবিক। তার প্রভাব বেশ ভালোই দেখা গেলো দ্বিতীয় ম্যাচটিতে।
রোববার বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে মখোমুখি হয়েছিল এ দুই দল। ম্যাচটিতে বাংলাদেশ ৩৪ রানের দুরন্ত জয় তুলে নেয়। ম্যাচ শেষে ক্রিকেটাররা যখন হাত মিলিয়ে মাঠ ছাড়ছেন তখন বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ করে কিছু একটা বলতে দেখা যায় স্টোকসকে। তার প্রতিউত্তরে তামিমও কিছু একটা বলেন তাকে।
এরই জেরে তামিমকে ইঙ্গিত করে স্টোকস নিজের টুইটারে লেখেন, একক আধিপত্য বিস্তার করে আজকের (৯ অক্টোবর) জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। তবে আমার দলের কারও সঙ্গে হাত মিলানোর সময় কাঁধে ধাক্কা দিলে তা আমি কোনোভাবেই সমর্থন করব না।