শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফুটবলে প্রথম সবুজ কার্ড

| প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০১৬ | ৬:৩০ অপরাহ্ন

green-cardফুটবল খেলায় সাধারণত দুই ধরনের কার্ড প্রচলিত। হলুদ ও লাল কার্ড। দু’টি কার্ডই দেওয়া হয় মাঠে অখেলোয়াড়সূচক আচরণে। এর মধ্যে খেলোয়াড়দের সতর্ক করতে হলুদ কার্ড। আর মাঠ থেকে বহিষ্কারের জন্য লাল কার্ড। তবে, সবুজ কার্ডের প্রচলন ইতিবাচক কারণে।

মাঠে সত্যিকারের খেলোয়াড়সুলভ বা অন্যদের জন্য প্রেরণাদায়ী আচরণের স্বীকৃতি দিতে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ গত বছর সিরি ‘বি’তে চালু করে এই সবুজ কার্ড। যেটি প্রথম পেয়ে ইতিহাসের সাক্ষি হয়ে থাকলেন লিগের ভিসেঞ্জার ক্লাবের স্ট্রাইকার ক্রিস্টিয়ান গ্যালানো।

গত মঙ্গলবার সিরি ‘বি’ লিগের একটি ম্যাচে ভিরতাস এনতেল্লার বিপক্ষে কর্নার পেয়েছিল ভিসেঞ্জা। কিন্তু কর্নার নিয়ে সামান্য বিতর্কের সৃষ্টি হয় খেলোয়াড়দের মধ্যে। তখনই ২৫ বছর বয়সী ইতালিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান গ্যালানো বল মাঠের বাইরে যাওয়ার আগে এন্তেতেল্লার কোনো খেলোয়াড়ের পা ছুঁয়ে যায়নি, বরং তারই পা ছুঁয়ে গিয়েছিল রেফারিকে জানান। আর তার এই সততার স্বীকৃতি দিতেই গ্যালানোকে সবুজ কার্ড দেখান রেফারি মার্কো মেইনার্দি।

তবে, সততার পুরস্কার শুধু সবুজ কার্ডেই সীমাবদ্ধ থাকবে না। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, সবচেয়ে বেশি সবুজ কার্ড দেখা ফুটবলার মৌসুম শেষে ফেয়ার প্লে ট্রফিও পাবেন।