সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে কারা ফটকে ইয়াবাসহ নারী দর্শনার্থী আটক

| প্রকাশিতঃ ২২ জুন ২০১৯ | ৮:০১ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম কারাগারে ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছে পুলিশ।  শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে তাকে আটক করা হয়।

আটক নারী দর্শনার্থীর নাম মুক্তা বেগম (৩৫)। সে রাঙ্গুনিয়ার ইসলামপুরের আনোয়ার হোসেনের স্ত্রী।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, প্রতিদিনের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা ফটকে ভেতরগামী দর্শনার্থীদের তল্লাশি চলছিল। এসময় মুক্তা নামের এক দর্শনার্থীকে তল্লাশি করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একুশে/এসসি